কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সহজে জামিন না পান, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, চট্টগ্রামে না শুধু আজকে ঢাকায়ও মিছিল হয়েছে। তাদের (মিছিলকারী) অনেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের আওতায় আনার পরেও অনেকে কিন্তু জামিন পেয়ে যায়। আমরা চেষ্টা করছি এরা যেন আর সহজে জামিন না পায়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য…।
তিনি বলেন, নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, প্রচুর মিছিল হবে। কিন্তু এই মিছিল তখন হবে না। তখন সবাই মিছিলের জন্য বেরিয়ে যাবে, অনেক মিছিল হবে কিন্তু এখন যারা ছোটখাটো মিছিল করে এগুলো হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এক লাখের মত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য থাকার কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ত্রিশ হাজারের মত সেনাবাহিনী আছে, ওই সময় কিন্তু এক লাখের মত সেনাবাহিনী থাকবে, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে। আর আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্ট গার্ড আছে, র্যাব আছে, সর্বোপরি প্রশাসন তো রয়ে গেছে।
উপদেষ্টা বলেন, নির্বাচনটা তো শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ হল এখানে প্রধান। জনগণ যদি নির্বাচনের মাঠে নেমে যায়, তাহলে কেউ কিন্তু আর আটকাতে পারবে না। আর রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে যদি একটা মতৈক্য হয়ে যায়, তাহলে সবার সুবিধা হয়।
কক্সবাজারে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের জন্য হুমকি কিনা, এক সাংবাদিকের এ প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা সজাগ আছি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারব, তত তাড়াতাড়ি আমাদের সমস্যা সমাধান হবে। মিয়ানমারের সেনাবাহিনী তারা কিন্তু এখন আর বর্ডার এলাকায় নেই। পুরোটা আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমারের আর্মির সঙ্গে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। আমাদের এখানে আরএসও, আরসা রয়ে গেছে।
একসময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, তাদের (মিয়ানমার) যে অভ্যন্তরীণ সমস্যা, এগুলো অনেকসময় আমাদের ওপর এসে পড়ে। প্রতিবেশীর সমস্যা তো এসে পড়ে। এই যে মিয়ানমারের আরাকান আর্মিটা, এটা বেঁচে আছে শুধু মাদকের ওপরে। প্রচুর মাদক আসে। আর মাদকের পরিবর্তে আমাদের দেশ থেকে যাচ্ছে চাউল, সার, ওষুধপত্র ও আরও অন্যান্য জিনিস। আমরা আলোচনা করেছি, এগুলো যেন যেতে না পারে। সরকার পরিবর্তনে লুটপাট হওয়া অস্ত্র উদ্ধারের এক প্রশ্নে তিনি বলেন, তারপরও কিছু কিছু উদ্ধার হচ্ছে, ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো, তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে।